Announcement:

Language:  

                                                                                               

                                                                                             প্রধান শিক্ষকের বাণী

 

পাখির অভয়ারণ্য গ্রাম নামে পরিচিত ঝিকরাপাড়া গ্রামের শিক্ষানুরাগী ব্যক্তিদের সহযোগিতায় ১৯৯১ সালে ঝিকরা পাড়া আদর্শ হাই স্কুলের যাত্রা শুরু হয়। পিছিয়ে পড়া সমাজের অবহেলিত, দরিদ্র, ও হতদরিদ্র পরিবারের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়েই এই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত শিক্ষক, ম্যানেজিং কমিটি, পিটিএ কমিটিসহঅভিভাবকগণ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। শিক্ষার্থীদের সম্ভাবনাগুলি সঠিক পরিচর্যা ও বিকাশের মাধ্যমেপরিপূর্ণতা লাভ করাই এই প্রতিষ্ঠান বদ্ধ পরিকর।বর্তমানে অত্র প্রতিষ্ঠান হতে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন স্বনামধন্য কলেজ, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যয়নরত আছে এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছে। বর্তমান নতুন কারিকুলাম অনুযায়ী লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীরা ফুটবল, হ্যান্ডবল, ক্রিকেট খেলাধুলাসহ গান-বাজনা ও সাংস্কৃতিক অঙ্গনে অনেকেই পারদর্শী হয়ে গড়ে উঠেছে। তাদেরই মধ্যে রাফায়েল টুডু দেশের ফুটবল খেলার জগতে সাফল্য অর্জন করায় এই বিদ্যালয় গর্বিত। বর্তমানে রাফায়েল টুডু “ফকিরাপুল ইয়ং মেন্স ক্লাব” পক্ষে ফুটবল খেলায় ২০২৩-২০২৪ মৌসুমে বাংলাদেশ চ্যাম্পিয়ন লীগ টুর্নামেন্টে ১২ গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় পুরস্কার লাভ করে এবং ফকিরাপুল ইয়ং মেন্স ক্লাব চ্যাম্পিয়ন হয়। তাছাড়া অনেক ছাত্র-ছাত্রী দেশের বিভিন্ন স্বনামধন্য ক্লাবে খেলাধুলার সঙ্গে জড়িত আছে।

আমি অত্র বিদ্যালয়ের সঙ্গে সম্পৃক্ত শিক্ষক-শিক্ষিকা, কর্মচারীসহ ম্যানেজিং কমিটির সকল সদস্য ও এলাকার সকল অবিভাবকগণের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করি।